জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বল্প জীবনে তাঁর উত্তরসূরির জন্য এক অমূল্য সম্পদ রেখে গেছেন। তিনি যে অমূল্য বই লিখেছেন সেগুলি সাধারণভাবে এবং রাজনৈতিক উৎসাহীরা গভীরভাবে অনুধাবন করতে এবং সেগুলি থেকে শিখতে পারে এমন অনেকগুলি দিককে উন্মোচন করে। এই বইগুলি - “অসমাপ্ত আত্মজীবনী”, “কারাগারের রোজনামচা” এবং "আমার দেখা নয়া চীন" - তাঁর জীবন, রাজনীতি এবং বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়েও আলোকপাত করেছেন।

আমরা যে অডিওবুকগুলি সামনে নিয়ে এসেছি সেগুলির লক্ষ্য অডিও ফরম্যাটে বইগুলি সংরক্ষণ করা যাতে তার গল্পগুলি প্রত্যেকে শুনতে পারে। সময়ের সল্পতার কারনে লোকেরা বইগুলি পড়তে না পারলেও ইতিহাস, রাজনীতি এবং একটি দেশের সাথে মিশে থাকা গল্পগুলি তারা কান পেতে শুনতে পারবে। এই সকল অডিওবুকগুলি সবার জন্য উন্মুক্ত।